যুব কর্মসংস্থানের নতুন সম্ভাবনা পোকার খামার

পোকার খামার করে লাভবান হতে পারেন হাঁস-মুরগি ও মাছের খামারিরা। প্যারোট পোকা মূলত হাঁস-মুরগি ও মাছের প্রাকৃতিক খাবার। এই পোকা প্রাকৃতিকভাবে তৈরি করা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই নামক এক ধরনের মাছির ডিম থেকে।

পোকার খামার করে লাভবান হতে পারেন হাঁস-মুরগি ও মাছের খামারিরা। প্যারোট পোকা মূলত হাঁস-মুরগি ও মাছের প্রাকৃতিক খাবার। এই পোকা প্রাকৃতিকভাবে তৈরি করা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই নামক এক ধরনের মাছির ডিম থেকে।

স্বল্প ব্যয়ে এই পোকা তৈরি করে হাঁস-মুরগি ও মাছের খাদ্য চাহিদা মেটানো সম্ভব। সেই সঙ্গে বাঁচবে খামারিদের খাবার কেনার টাকা। রংপুর বিভাগের বিভিন্ন খামারে এই পোকা উৎপাদন শুরু হয়েছে।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে যুব কর্মসংস্থানের নতুন সম্ভাবনা 'পোকার খামার'।

Comments