স্কুলের আবর্জনা পোড়ানো সময় দগ্ধ সেই স্কুলছাত্রীর মৃত্যু
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যালয়ের আবর্জনা পোড়ানো সময় দগ্ধ শিক্ষার্থী ফারজানা আক্তার (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব লাখুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারজানার মৃত্যু হয়েছে।
ফারজানা লাখুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম ফারুক মিয়া।
গতকাল দুপুরে দগ্ধ হলে ফারজানাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে বিদ্যালয়ের মাঠে শুকনো পাতা ও অন্যান্য আবর্জনা পোড়ানো হচ্ছিল। বিদ্যালয় ছুটি হলে ফারজানা আগুনের কাছে যায় এবং লাঠি হাতে আবর্জনা আগুনে পোড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে তার পোশাকে আগুন লেগে যায়।
ফারজানার চিৎকার শুনে পাশের কমিউনিটি ক্লিনিকের সার্ভিস প্রোভাইডার ফয়সাল হোসেন ছুটে আসেন এবং ফারজানাকে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন, জানায় কর্তৃপক্ষ।
Comments