খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী বছরের ১৪ জানুয়ারি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান শুনানি মুলতবি করে নতুন তারিখ নির্ধারণ করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ঢাকার এক আদালত আজ সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলাসহ ১১টি মামলার চার্জ গঠনের শুনানির জন্য ২০২৪ সালের ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান শুনানি মুলতবি করে নতুন তারিখ নির্ধারণ করেন।

কয়েকটি কারণ উল্লেখ করে বাদী পক্ষের দায়ের করা পিটিশনের পর এই স্থগিতাদেশ আসে।

সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়াকে এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

১১টি মামলার মধ্যে ২০১৫ সালের প্রথম ৩ মাসে অগ্নিসংযোগের অভিযোগে ১০টি এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে রাষ্ট্রদ্রোহী মন্তব্যের অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা করা হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনির মামলা ৩টি ঢাকার ৩টি বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে।

দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আরও দুটি মামলা বিচারাধীন।

 

Comments

The Daily Star  | English

How to get your 2024 SSC results today

The candidates can get their results online or through SMS after 11:00am

2h ago