টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে ঝলককে হত্যা করা হয়েছে।
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলক | ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলককে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে সলিমাবাদ গ্রামে দুর্বৃত্তদের হামলায় আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝলক ওই গ্রামের মো. সামিনুর খানের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো সলিমাবাদ জামে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন ঝলক। আট রাকাত নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হামলা করেন। তার চিৎকারে মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যার। তারাই ঝলককে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে ঝলককে হত্যা করা হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসীম উদ্দিন বলেন, 'এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামি গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।'

Comments

The Daily Star  | English

Today AL is the strongest party: PM Hasina on homecoming day

Prime Minister Sheikh Hasina today said her party – Bangladesh Awami League (AL) is the strongest, largest and the most credible political party in the country now

11m ago