ঋণ খেলাপি: জেসিকা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একই আদালত গতকাল জসিম উদ্দিন আহমেদের সম্পত্তি বাজেয়াপ্ত ও গত ৪ এপ্রিল দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
ঋণ খেলাপি: জেসিকা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত

পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ৮৬ কোটি ৭২ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় চট্টগ্রামের জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এই পরোয়ানা দেন।

একই আদালত গতকাল জসিম উদ্দিন আহমেদের সম্পত্তি বাজেয়াপ্ত ও গত ৪ এপ্রিল দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

পদ্মা ব্যাংকের প্যানেল আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামি তৎকালীন ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) থেকে ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন। দেশে-বিদেশে তার বিপুল সম্পদ থাকলেও তিনি ঋণ পরিশোধ করছেন না।'

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন। আদেশের কপি সংশ্লিষ্ট থানায় পৌঁছে দেওয়া হবে।'

এ ব্যাপারে মতামত জানতে ফোন করা হলেও জসিম উদ্দিন আহমেদ রিসিভ করেননি। তবে গতকাল তিনি ডেইলি স্টারকে বলেছিলন, 'ঋণ পরিশোধ না করার অভিযোগ সঠিক না।'

Comments