ফেনীতে প্রিসাইডিং কর্মকর্তাকে মারতে গেলেন স্বতন্ত্র প্রার্থী

‘এরে কোলোজ করেন। সে বলতেছে, এটা (জাল ভোট দেওয়া) উপরের নির্দেশ।’
ফেনীতে প্রিসাইডিং কর্মকর্তাকে মারতে গেলেন স্বতন্ত্র প্রার্থী
অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা আমির হোসেনকে মারতে যান স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ। ছবি: ভিডিও থেকে

জাল ভোট দিতে সহযোগিতা করছেন—এমন অভিযোগ তুলে ফেনী-৩ আসনের একটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাকে মারতে গিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জেলার সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এলাকার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, প্রিসাইডিং কর্মকর্তা আমির হোসেনের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে থাপ্পড় মারতে উদ্যত হন ঈগল প্রতীকের প্রার্থী রহিম উল্লাহ।

রহিম উল্লাহ প্রিসাইডিং কর্মকর্তার নামে অভিযোগ দিতে তার সামনেই কল দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের কাছে। রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি টেলিফোনে অভিযোগ করেন, 'প্রিসাইডিং কর্মকর্তা আমার ইউনিয়ন প্রতিনিধিকে বলেছেন, উপরের নির্দেশ, জাল ভোট দেওয়ার জন্য।'

এ সময় পাশে দাঁড়িয়ে বারবারই এই অভিযোগ অস্বীকার করতে থাকেন প্রিসাইডিং কর্মকর্তা আমির হোসেন। 

রহিম উল্লাহ টেলিফোনে জেলা প্রশাসককে আরও বলেন, 'এরে কোলোজ করেন। সে (প্রিসাইডিং কর্মকর্তা) বলতেছে, এটা (জাল ভোট দেওয়া) উপরের নির্দেশ।'

টেলিফোনের অপরপ্রান্ত থেকে উত্তর আসে, 'এখনই ব্যবস্থা নিচ্ছি আমরা।'

এরপর রহিম উল্লাহ বলেন, 'সারা দিনে এক হাজারের উপরে ভোট মারিয়ালাইছে সে। এরে কোলোজ করেন, এই হলো কথা।'

Comments

The Daily Star  | English

How helicopters took Dhaka’s denizens to the skies

AK Azad, chairman and chief executive officer of Ha-Meem Group and a member of parliament from Faridpur-3 constituency, used to visit his factories in his car once or twice a month around a year ago.

14h ago