অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেব না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। যারা এমনটি করবেন তাদের আবারো সতর্ক করা হবে।

তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূতকে সর্তক করা হবে। জেনে বুঝে মন্তব্য করতে হবে।

আজ বুধবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি।

'আত্ম মর্যাদার প্রশ্নে কাউকেই ছাড় দেব না,' বলেন কৃষিমন্ত্রী।

নির্বাচন বিষয়ে তিনি বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে।

তার ভাষায়, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসন ও পুলিশ সহায়তা করবে। এর বাইরে কোনো কিছু নেই।

তিনি বলেন বিএনপি এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

দেশে খাদ্য সংকটের যে কোনো আশঙ্কা তিনি মানেন না বলে জানিয়ে বলেন দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।

আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তুষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, আমনে উৎপাদন খরচ কম, তাই ২৮ টাকা দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে আমন ধানে কৃষকের কোনো লোকসান হবে না।

এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মেহেরপুরে কৃষি উদ্ভাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন। কৃষিমেলায় কৃষিক্ষেত্রে অবদান রাখার জন্য সাতটি প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ প্রদান করেন তিনি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

2h ago