রাজশাহীতে চলন্ত বাসে আগুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের আগুনে পুড়েছে বাস। ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উদপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।'

আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নিরাপদে নেমে যান। এজন্য কোনো যাত্রী আহত হননি বলে জানান ওসি।

শিমু নূর তাজ পরিবহনের বাসটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চলাচল করে।

বাসচালক তরিকুল ইসলাম বাদশা ডেইলি স্টারকে বলেন, 'আমি দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত চার জনকে বাসের পেছন পেছন আসতে দেখি। হঠাৎ একজন একটি জ্বলন্ত বোতল ছুড়ে মারলে বাসে আগুন ধরে যায়।'

এ ঘটনার পর মহাসড়ক দিয়ে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা বাসের আগুন নেভানোর পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।

 

Comments

The Daily Star  | English

Lifts at public hospitals: Horror abounds

Shipon Mia (not his real name) fears for his life throughout the hours he works as a liftman at a building of Sir Salimullah Medical College, commonly known as Mitford hospital, in the capital

2h ago