চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ ১১ এপ্রিল

বাংলাদেশের আকাশে কোথাও আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
টেলিস্কোপের মাধ্যমে রমজান মাসের চাঁদ দেখছেন ইন্দোনেশিয়ার চাঁদ দেখা কমিটির এক কর্মকর্তা। ফাইল ছবি: রয়টার্স
টেলিস্কোপের মাধ্যমে রমজান মাসের চাঁদ দেখছেন ইন্দোনেশিয়ার চাঁদ দেখা কমিটির এক কর্মকর্তা। ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশের আকাশে কোথাও আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১০ এপ্রিল রমজান মাসের ৩০তম দিন এবং ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে প্রতিটি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয় এবং এই সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

Comments