দেশে উদ্ভাবিত ডেঙ্গু টেস্টিং কিটের অনুমতির জন্য ডিজি হেলথকে অনুরোধ করব: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্‌ (বিআরআইসিএম) ডেঙ্গু র‍্যাপিড অ্যান্টিজেন কিটটি তৈরি করেছে। 
সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ছবি: স্টার

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দেশে উদ্ভাবিত ডেঙ্গু টেস্টিং কিট বাজারজাত শুরু হলে মানুষের জন্য ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য হবে।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'দেশে তৈরি ডেঙ্গু টেস্টিং কিট একটি ভালো উদ্যোগ। মানুষের জন্য ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য হবে। আমি অনুরোধ করব ডিজি হেলথকে ডেঙ্গু টেস্টিং কিটের অনুমতির ব্যাপারে সহযোগিতা করার জন্য।'

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্‌ (বিআরআইসিএম) ডেঙ্গু র‍্যাপিড অ্যান্টিজেন কিটটি তৈরি করেছে। 

সামন্ত লাল সেন বলেন, 'দেশেই তৈরিকৃত ডেঙ্গু টেস্টিং কিট দেশের বাজারে পাওয়া গেলে বাইরের দেশ থেকে ক্রয়ের হার কমে আসবে।' 

ডেঙ্গু মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, 'শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় একা পারবে না, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মেয়র, কাউন্সিলর ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।'

Comments