রাজনীতি

উত্তরায় আ. লীগের শান্তি সমাবেশ শুরু

আজ সোমবার বিকেলে ৩টা ৪০ মিনিটে ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
ছবি: স্টার

রাজধানীর উত্তরায় আমির কমপ্লেক্সে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে।

আজ সোমবার বিকেলে ৩টা ৪০ মিনিটে ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মঞ্চে অবস্থান নেন।

সমাবেশে আ. লীগ নেতারা অভিযোগ করেন, আগামী নির্বাচন বানচালের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

ঢাকা মহানগর (উত্তর) সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজপথে বিএনপির বিক্ষোভের বিপরীতে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগ।

এদিকে নির্দলীয় প্রশাসনের অধীনে সরকারের পদত্যাগ ও জাতীয় নির্বাচনের এক দফা দাবি আদায়ে রাজধানীর ধোলাইখাল এলাকায় সমাবেশ করছে বিএনপি।

ক্ষমতাসীন দলও ৪ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে।

Comments