এ্যানি-খোকন-সোহেলসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পল্টনে পুলিশকে লাঞ্ছিত করা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আজ সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।
গত বছরের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ আটক করে। স্টার ফাইল ফটো

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

মামলার অন্যান্য আসামির মধ্যে আছেন-বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিবুন নবী খান সোহেল এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু। 

২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পল্টনে পুলিশকে লাঞ্ছিত করা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আজ সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।

আসামিদের মধ্যে এ্যানি, খোকন, নিরব ও মজনু কারাগারে আছেন এবং ১৪ জন জামিনে আছেন।

এছাড়া, বিএনপি নেতা সোহেল ও মীর সরাফত আলী সপুসহ ১০ জন পলাতক আছেন।

আদালতের বিচারক মো. আলী হায়দার অভিযোগ থেকে আসামিদের খালাসের আবেদন খারিজ করে দেন এবং অভিযোগ পড়ে শোনান।

এ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ম্যাজিস্ট্রেট মামলার বিচার শুরুর জন্য আগামী ৬ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে আদালত অভিযুক্ত করলে এর প্রতিবাদে দুপুর পৌনে ২টার দিকে পল্টন এলাকায় হোটেল বকশী লিমিটেডের সামনে বিএনপির একদল নেতাকর্মী জড়ো হন। 

তারা ককটেল বিস্ফোরণ ঘটায়, যানবাহন ভাঙচুর করে, পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের দায়িত্ব পালনে বাধা দেয়।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ্যানি, সোহেলসহ ২২ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন।

তদন্তের পর পুলিশ ২০২১ সালের ২৫ জানুয়ারি এ্যানি, সোহেল, খোকন, নিরব, মজনুসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

Comments

The Daily Star  | English

15pc VAT on Metro Rail: Quader requests PM to reconsider NBR’s decision

Dhaka is one of the most unliveable cities in the world, which does not go hand-in-hand with the progress made by the country, says the road transport and bridges minister

1h ago