রুশ ভূখণ্ডে হামলার দাবি, ৪ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

বেলগরদ ইউক্রেনের খারকিভ শহরের সীমান্তে অবস্থিত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বেশ কয়েকবার হামলার স্বীকার হয়েছে শহরটি।
ইউক্রেনের খারকিভ শহরের সীমান্তে অবস্থিত বেলগোরোদ আগ্রাসনের শুরু থেকেই বারবার হামলার শিকার হয়েছে। এপ্রিলে একটি তেলের ডিপোতে হামলা হয়। ফাইল ছবি: রয়টার্স
ইউক্রেনের খারকিভ শহরের সীমান্তে অবস্থিত বেলগোরোদ আগ্রাসনের শুরু থেকেই বারবার হামলার শিকার হয়েছে। এপ্রিলে একটি তেলের ডিপোতে হামলা হয়। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার দক্ষিণে অবস্থিত বেলগরদ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও রুশ উড়োজাহাজ হামলা প্রতিরক্ষা বাহিনী ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে।

আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বেলগরদের গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

গভর্নর ভায়াচেসলাভ গ্ল্যাডকভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, 'এখন পর্যন্ত ১ ব্যক্তি হামলায় আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষের আঘাতে ২টি আবাসিক দালান ক্ষতিগ্রস্ত হয়েছে'।

কে বা কারা এ হামলার জন্য দায়ী, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি সীমান্তের অপর পারে মোতায়েন ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে বেলগরদে হামলার অভিযোগ এনেছেন।

বেলগোরোদের গভর্নর। ছবি: রয়টার্স
বেলগোরোদের গভর্নর। ছবি: রয়টার্স

বেলগরদ ইউক্রেনের খারকিভ শহরের সীমান্তে অবস্থিত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বেশ কয়েকবার হামলার স্বীকার হয়েছে শহরটি।

রুশ ভূখণ্ড বা ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডে যেকোনো হামলার দায় প্রায় কখনোই স্বীকার করে না কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার মিত্ররা আগ্রাসনের শুরু থেকেই দাবি করেছে, ইউক্রেন শুধু নিজেদের দেশের সুরক্ষার দিকে মনোযোগ দেবে।

 

Comments