আমার এখন হাসপাতালে পড়ে থাকলে চলবে না, বের হতে হবে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে সুস্থ হওয়ার গতি কম বলে জানিয়েছেন তিনি।
Dr Zafrullah Chowdhury
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে সুস্থ হওয়ার গতি কম বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার দুপুরে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। কিন্তু সুস্থ হওয়ার গতি কম। আমার শরীরে শক্তি দরকার, এনার্জি দরকার।’

তিনি বলেন, ‘কিট নিয়ে দুশ্চিন্তা শেষ হচ্ছে না। তবে ঠিক মত খাওয়া-দাওয়া করতে পারছি। প্রোটিন খেতে পারছি না। বেশি বেশি শাক-সবজি খাচ্ছি। অনেক দিন হয়ে গেলে হাসপাতালে আছি। আরও মনে হয় ৫-৬ দিন থাকতে হবে।’

চিকিৎসার বিষয়ে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন ওষুধ খাওয়াও শেষ। অনেক ওষুধ খেয়েছি। আর কত খাব?’

‘আমার এখন হাসপাতালে পড়ে থাকলে চলবে না, বের হতে হবে। দেশের মানুষ ভালো নেই, তাদের জন্য কাজ করতে হবে। অনেক কাজ বাকি’, যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনা পজিটিভ আসে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস ধরা পড়ে।

এরপর, গত ১২ জুন গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। পরে আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলেও তার কোভিড-১৯ নেগেটিভ আসে। তবে আরও কিছু শারীরিক জটিলতার কারণে তিনি এখনো গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:

তৃতীয়বার অবনতির পর ডা. জাফরুল্লাহর ফুসফুসের ধীরে ধীরে উন্নতি হচ্ছে

আজ ডা. জাফরুল্লাহ চৌধুরীর সিটি স্ক্যান করা হয়েছে

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত

পিসিআর পরীক্ষাতেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা নেগেটিভ

‘আমি সুস্থ হয়ে উঠবো, সুস্থ হয়ে উঠতেই হবে’

‘আমি ভালো আছি’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

বিএসএমএমইউর পরীক্ষাতেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর এবারের উদ্যোগ ‘প্লাজমা ব্যাংক’

আমাদেরই সবার আগে এই কিট বিশ্ববাসীর সামনে আনার সুযোগ ছিল: ড. বিজন

২৫ দিনে ৩০১ শয্যার করোনা হাসপাতালের জন্ম অথবা অপমৃত্যু!

মুক্তিযুদ্ধ, গণস্বাস্থ্য, ডা. জাফরুল্লাহ ও মাছ চোর

Comments

The Daily Star  | English

Bodies recovered from Raisi helicopter crash site

President Raisi, the foreign minister and all the passengers in the helicopter were killed in the crash, senior Iranian official told Reuters

5h ago