পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি

অর্থ আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তারে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।
প্রশান্ত কুমার হালদার। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তারে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আমাদের অনুরোধে ইন্টারপোল আজ তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে বলে সংস্থাটি জানিয়েছে।’

এর আগে, গত ৫ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি)।

পি কে হালদারের বিরুদ্ধে চারটি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট (এনবিএফআইএস) থেকে ১০ হাজার কোটিরও বেশি টাকা পাচারের অভিযোগ আছে।

আরও পড়ুন:

Comments