অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত শাবনুর ভালো আছেন

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা শাবনুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার তীব্র শ্বাসকষ্ট থাকলেও আজ ভালো আছেন তিনি।
শাবনুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা শাবনুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার তীব্র শ্বাসকষ্ট থাকলেও আজ ভালো আছেন তিনি।

গত ২৬ ডিসেম্বর ক্রিস্টমাসের হলিডে উপলক্ষে ছেলে আইজান নেহানকে নিয়ে সিডনি শহরে ঘুরতে যান তিনি। বাসায় ফেরার পর অসুস্থ বোধ করলে দ্রুত স্থানীয় একটি করোনা পরীক্ষা কেন্দ্রে যান। পরদিন সকালে শাবনুরের রেজাল্ট আসে করোনা পজিটিভ। এরপর থেকেই তিনি হোম আইসোলেশনে ছিলেন। হঠাৎ করেই গতকাল শ্বাসকষ্টসহ করোনার অন্যান্য উপসর্গ তীব্র আকার ধারণ করলে তিনি হাসপাতালে ভর্তি হন।

শাবনুর গতকাল এক ফেসবুক পোস্টে করোনাভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি লিখেছেন, 'আপনাদের কাছে বিনীত অনুরোধ, করোনাভাইরাসকে হেলাফেলা হিসেবে নেবেন না। সকলে সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও ঘরে থাকার চেষ্টা করুন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে শিগগির ফিরে আসতে পারি।'

আজ শাবনুরের এক নিকটাত্মীয় জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শাবনুরকে আরও ১৪ দিন হাসপাতালেই কোয়ারেন্টিনে থাকতে হবে। বর্তমানে তার শারীরিক কোনো জটিলতা নেই। শাবনুরের ছেলে ও মেয়ে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে। তাদের করোনা পরীক্ষার ফলাফল এসেছে নেগেটিভ।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

1h ago