দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা ৫ শ্রমিক নিহত ও ১ জন আহত হয়েছেন।
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা ৫ শ্রমিক মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। 

রাজবাড়ী রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাসুদ রানা বলেন, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি রাত ৯টা ২০ মিনিটে কাশিয়ানী উপজেলার কাঠামদরস্ত এলাকায় পৌঁছালে শ্রমিকবোঝাই সিমেন্ট মিক্সারবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে ৫ শ্রমিক নিহত এবং একজন আহত হন।

দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওই উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজয় মৃধা (৩৫), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), নীরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), মহের বিশ্বাসের ছেলে হীরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)। 

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৩ জন ভর্তি রয়েছেন।

Comments

The Daily Star  | English
Govt to import LNG

Petrobangla cancels LNG spot cargo deliveries

Bangladesh's Petrobangla has cancelled some spot liquefied natural gas imports after one of the country's two import terminals was damaged during a cyclone, leaving it unable to receive shipments, two industry sources said on Tuesday

20m ago