বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে নবজাতকদের শুভেচ্ছা স্মারক প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক প্রদান করেছে।
নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক প্রদান করেছে।

স্বেচ্ছাসেবক লীগের প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক সুমন জাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রধানমন্ত্রীর জন্মদিনে গত ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া নবজাতকদের আমরা শুভেচ্ছা স্মারক দিয়েছি।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ছবির ফ্রেম, নকশি কাঁথা ও কিডস ব্যাগ উপহার হিসেবে দেওয়া হয়েছে এই নবজাতকদের।'

তিনি জানান, সরকারি হাসপাতাল ও কয়েকটি বেসরকারি হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা প্রধানমন্ত্রীর পক্ষে নবজাতকের অভিভাবকদের হাতে এসব উপহার তুলে দেন।

এ উপলক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

Comments

The Daily Star  | English

Lull in Gaza fighting despite blasts in south

Israel struck Gaza on Monday and witnesses reported blasts in the besieged territory's south, but fighting had largely subsided on the second day of an army-declared "pause" to facilitate aid flows

5h ago