বাংলাদেশ

জিনাত বরকতউল্লাহ মারা গেছেন

আজ বুধবার বিকেল ৫টার দিকে ধানমন্ডির নিজ বাসায় মারা গেছেন জিনাত বরকতউল্লাহ।
জিনাত বরকতউল্লাহ। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ মারা গেছেন।

অভিনয়শিল্পী আহসান হাবিব নাসিম দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার বিকেল ৫টার দিকে ধানমন্ডির নিজ বাসায় মারা গেছেন জিনাত বরকতউল্লাহ।

তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাকে।

নৃত্যে বিশেষ অবদানের জন্য জিনাত বরকতউল্লাহকে বাংলাদেশ সরকার ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

শুধু নৃত্যচর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত 'মারিয়া আমার মারিয়া' নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন জিনাত বরকতউল্লাহ। প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Iran's President Raisi, foreign minister killed in helicopter crash

President Raisi, the foreign minister and all the passengers in the helicopter were killed in the crash, senior Iranian official told Reuters

3h ago