ফুটবল

মৌসুম শেষে বার্সা ছাড়ছেন না জাভি

মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে চলে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন জাভি

মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে চলে যাবেন। গত জানুয়ারির শেষে ভিয়ারিয়ালের কাছে ৩-৫ গোলের ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে ঘোষণাটা দিয়েছিলেন জাভি। তবে তিন মাস যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত পূরণ করবেন বলেই বার্তা সংস্থা এএফপিকে এই সংবাদ জানিয়েছে বার্সা।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার বাড়িতে জাভির সঙ্গে আলোচনা হয়। সেখানে জাভিকে থেকে যেতে চাপ দেওয়া হয় ক্লাব থেকে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে লাপোর্তার সঙ্গে এই আলোচনায় ছিলেন স্পোর্টিং ডিরেক্টর ডেকোও।

তবে জাভির সেই ঘোষণার পর বেশ কিছু কোচের সঙ্গেই আলোচনা করেছিল বার্সা কর্তৃপক্ষ। সাবেক জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক ও ব্রাইটন কোচ রবার্তো ডি জারবির সঙ্গে বিবেচনায় ছিলেন বার্সেলোনা বি দলের কোচ রাফায়েল মারকুয়েজও। কিন্তু জাভিকেই কোচ হিসেবে রেখে দেওয়ার পক্ষে ছিলেন লাপোর্তা। শেষ পর্যন্ত তার ইচ্ছাই পূরণ হতে চলেছে।

২০২১ সালের নভেম্বরে কাতারি ক্লাব আল সাদ ছেড়ে দায়িত্ব নেন বার্সেলোনার। প্রথম মৌসুমে সংগ্রাম করলেও ২০২২-২৩ মৌসুমে লা লিগার শিরোপা জেতান তিনি। তবে চলতি মৌসুমে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি। ছয় রাউন্ড বাকি থাকলেও কার্যত শেষ হয়ে গেছে তাদের আশা।

মূলত গত রোববারই এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ৩-২ গোলের হারে সম্ভাবনা শেষ হয়ে যায় তাদের। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে পিএসজির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে ছিটকে যায় দলটি। অথচ প্যারিস থেকে ৩-২ গোলের ব্যবধানে জিতে ফিরেছিল তারা।

উল্লেখ্য, জাভি ক্লাব ছেড়ে দেওয়ার ঘোষণার পর টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। সেই নিজেও মুক্ত অনুভব করছিলেন বলে জানান তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দলটি। যদিও সব সম্ভাবনাই শেষ তাদের। তবে এই কোচেই আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ।

জাভি যদি ২০২৪-২ মৌসুমের শেষের দিকে দলের উন্নতি করতে সক্ষম না হন, তাহলে সেই সময়ের একজন হাই-প্রোফাইল ম্যানেজারের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে বার্সেলোনা। এই তালিকায় সাবেক বার্সা তারকা পেপ গার্দিওলা, লুইস এনরিকে এবং মাইকেল আর্তেতার মতো কোচরা রয়েছেন।

Comments

The Daily Star  | English

Iranian President Raisi feared dead as helicopter wreckage found

Iran's state television said Monday there was "no sign" of life among passengers of the helicopter which was carrying President Ebrahim Raisi and other officials

55m ago