শীতলক্ষ্যায় বনভোজনের নৌকায় দুর্বৃত্তের হামলা, নিহত ১

নৌকায় আনন্দভ্রমণ থেকে ফেরার পথে রোববার রাতে তারা দুর্বৃত্তদের হামলার শিকার হন।
নিহত মো. নুরুজ্জামান। ছবি: সংগৃহীত

গাজীপুরে শীতলক্ষ্যা নদীতে বনভোজনের নৌকায় দুর্বৃত্তের হামলায় একজন নিহত হয়েছে।

নিহত মো. নুরুজ্জামান (৩০) শ্রীপুর উপজেলার সোনাব গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি পোলট্রি ব্যবসায়ী ছিলেন। 

আজ সোমবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের শীতলক্ষ্যার শাখা খিরু নদীর তীরে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। 

শ্রীপুর থানার এসআই আব্দুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনদের অভিযোগ, রোববার রাতে নৌকায় আনন্দভ্রমণ থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের নৌকায় হামলা চালিয়ে মারধর করে। দুর্বৃত্তরা সবার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। 

এ সময় অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করে। হামলায় নিখোঁজ হন ব্যবসায়ী নুরুজ্জামান।  

নিহত নুরুজ্জামানের ছোট ভাই আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সারারাত ভাইকে খুঁজে কোনো সন্ধান পাইনি। আজকে খিরু নদের তীরে ঝোপঝাড়ের ভেতরে ভাইয়ের মরদেহ পাই।' 

শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

এ ঘটনায় এখনো মামলা হয়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Quota protest: JU students block Dhaka-Aricha highway

Hundreds of students of Jahangirnagar University (JU) blocked the Dhaka-Aricha highway near the university campus today to protest the reinstatement of the quota system in government jobs

32m ago