ফ্রিজে পচা মাংস, ঢাবির জসিমউদ্দীন হলের ক্যান্টিনে তালা

ক্যান্টিনে নিম্নমানের খাবার সরবরাহ এবং ফ্রিজে পঁচা মাংস পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হলের ক্যান্টিনে তালা দিয়েছে হল প্রশাসন৷ 
ফ্রিজে পচা মাংস, ঢাবির জসিমউদ্দীন হলের ক্যান্টিনে তালা
ক্যান্টিনে নিম্নমানের খাবার সরবরাহ এবং ফ্রিজে পঁচা মাংস পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হলের ক্যান্টিনে তালা দিয়েছে হল প্রশাসন৷ ছবি: সংগৃহীত

ক্যান্টিনে নিম্নমানের খাবার সরবরাহ এবং ফ্রিজে পঁচা মাংস পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হলের ক্যান্টিনে তালা দিয়েছে হল প্রশাসন৷ 

কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, শুক্রবার দুপুরে হলের এক শিক্ষার্থী নামাজের আগে ক্যান্টিনে ভাত খেতে গেলে ভাতের মধ্যে পোকা দেখতে পান৷ এরপর তিনি বিষয়টি হলের অন্য শিক্ষার্থীদের জানান৷ 

নামাজের পর শিক্ষার্থীরা ক্যান্টিনে গিয়ে ফ্রিজের মধ্যে রাখা পচা মাংস পান। এতে ক্ষুব্ধ হয়ে ক্যান্টিন ম্যানেজারের সঙ্গে বাক-বিতণ্ডে জড়ান তারা৷ 

হলের আবাসিক শিক্ষার্থী আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'হলের খাবারের কোনো স্বাদ নেই৷ মানও ভালো না৷ রান্নাঘর অপরিষ্কার৷ তার ওপর  ফ্রিজেও পঁচা মাংস পাওয়া গেছে।'

এদিকে শুক্রবার শিক্ষার্থীদের জেরার মুখে ক্যান্টিন ম্যানেজার মোবারক দাবি করেন, 'পচা চালের বস্তা দোকানদার ভুল করে দিয়ে গেছে। পচা মাংসের প্যাকেট ক্যান্টিনের নয়, এটি কোনো শিক্ষার্থী ক্যান্টিনের ফ্রিজে রেখে গেছে।'  

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এর আগেও নিম্নমানের খাবার তৈরির জন্য তাকে সতর্ক করা হয়েছে৷ শুক্রবারে শিক্ষার্থীরা কিছুটা ভালো খাবার খেতে চায়। কিন্তু আজও নিম্নমানের খাবার পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়। খবর পেয়ে আমরা ক্যান্টিনে তালা লাগিয়ে দিয়েছি৷ আপাতত ক্যান্টিন বন্ধ থাকবে৷ নতুন করে ক্যান্টিন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে৷'

 

Comments