অনুমিতভাবে আরও একবার বিসিবি সভাপতি নাজমুল

অনেকটা নিশ্চিতই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিকতা। নব নির্বাচিত বোর্ড পরিচালকদের সভায় সেই কাজটাও হয়ে গেল। অনুমিতভাবে আরও একবার বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, নব নির্বাচিত পরিচালকরা সভায় বসেন। সেখানেই নাজমুলকে সম্মিলিতভাবেই সভাপতি নির্বাচিত করা হয়। এই নিয়ে বিসিবির সর্বোচ্চ পদে চারবার বসলেন নাজমুল। ২০১২ সালে প্রথমবার স্বল্প মেয়াদে সরকারের মনোনয়নে আট মাসের জন্য অস্থায়ী সভাপতির দায়িত্ব পান। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। সভাপতিও হন বিনা বাধায়।
২০১৭ সালেও সর্বশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক হওয়ার পর সভাপতিও হয়েছিলেন সবার সমর্থনে। এবারই প্রথম নির্বাচন করে প্রথমে পরিচালক হন নাজমুল। পরে তাকেই করা হয় সভাপতি।
বৃহস্পতিবার দুপুরে বোর্ড সভায় নাজমুলকে সভাপতি করতে প্রস্তাব পেশ করেন চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হয়ে আসা আ.জ.ম নাসির। সেই প্রস্তাবে সমর্থন করেন গাজী গোলাম দস্তগীর ও এনায়েত হোসেন সিরাজ। এতে বিরোধীতা করেননি কোন পরিচালক। চতুর্থবারের মতো হলেও পূর্ণ মেয়াদে টানা তৃতীয়বার এই দায়িত্ব পেলেন নাজমুল।
বুধবার বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনে তিন ক্যাটাগরি মধ্যে বিজয়ী হয়েছেন ১৬ জন। প্রার্থী না থাকায় আগেই নির্বাচিত হয়েছিলেন ৭ জন। বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ পরিচালক। ২৩ জন আসছেন নির্বাচনি প্রক্রিয়ায়। বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। সেখানে ইতোমধ্যে আগেই নির্বাচিত হয়েছিল আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনূস।
নির্বাচনে ঢাকার ক্লাব প্রতিনিধিদের মধ্যে যৌথ সর্বোচ্চ ৫৩ ভোট পান নাজমুল। ক্যাটাগরি-২-এ ভোটার ছিলেন ৫৭ জন। নাজমুলের মতই এনায়েত হোসেন সিরাজ ও গাজী গোলাম মর্তুজাও সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছিলেন।
Comments