আইপিএলের নিলামে নাম নেই গেইলের 

Chris Gayle
ফাইল ছবি: আইপিএল ওয়েবসাইট

এক সময় তাকে দলে নিতে কাড়াকাড়ি পড়ত দলগুলোর। কিন্তু ৪২ পেরুনো বয়সে ক্যারিয়ারে যখন বাজছে বেলা শেষের গান, ক্রিস গেইলও বুঝতে পারছেন বাস্তবতা। আইপিএলের পরের আসরের মেগা নিলামে তাই নিজের নাম পাঠাননি টি-টোয়েন্টির ইতিহাসের সফলতম এই ব্যাটসম্যান।

আইপিএলের নিলামে না থাকা বড় নামগুলোর মধ্যে আছেন মিচেল স্টার্ক, স্যাম কারান, বেন স্টোকস, জোফরা আর্চার ও ক্রিস ওকস।

আইপিএলের সর্বশেষ আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন গেইল। ১০ ম্যাচে ২১.৪৪ গড়ে করেন ১৯৩ রান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাট ছিল একদমই মলিন। আইপিএলের পাশাপাশি অন্য ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতেও সাম্প্রতিক সময়ে রান নেই গেইলের ব্যাটে। 

এবার বিপিএলে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালে খেলতে আসছেন গেইল। আইপিএলে নিলামে নাম না দিলেও খেলার ছোট এক সম্ভাবনা আছে। সেক্ষেত্র কেউ ছোট পড়লে বিকল্প হিসেবে দল পেতে পারেন তিনি। তবে গেইলের যা ফর্ম তাতে কেউ ছোটে পড়লেও বিকল্প হিসেবে তার দল পাওয়া কঠিন। 

২০১৫ সাল থেকে আইপিএলে খেলেন না অজি পেসার স্টার্ক। এবারও নিজেকে এই আসরে যুক্ত করছেন না তিনি। স্টোকস ও আর্চার আগেই জানিয়ে দিয়েছিলেন খেলবেন না এবারের আইপিএল। তবে কিছুটা সময় হয়ে এসেছে স্যাম কারান ও ওকসের নিলামে নাম না পাঠানো। 

বেঙ্গালুরুতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম। এবার আইপিএলে অংশ নিতে যাচ্ছে ১০টি দল। এই নিলামে নিজেদের রেখেছেন সারা বিশ্বের ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। এরমধ্যে ভারতীয় আছেন ৮৯৬ জন, ১৮ দেশের বিদেশি আছেন ৩১৮ জন। এই তালিকা অবশ্য নিলামের দুদিন আগে ছোট করে ফেলা হবে। 

আইপিএলের নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নিজেদের রেখেছেন বাংলাদেশের দুই তারকা সাকিব ও মোস্তাফিজুর রহমান। তারা ছাড়াও বাংলাদেশের আছেন আরও ৭ জন। 

নিলামের বাইরে থেকে এবার কয়েকজনকে আগেই দলে নিয়েছে দলগুলো। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ ১৭ কোটি রুপি পারিশ্রমিকে নিশ্চিত করেছে লোকেশ রাহুলকে। বিরাট কোহলির পর এই পরিমাণ পারিশ্রমিক পাওয়া মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি। 
 

Comments

The Daily Star  | English

46th BCS written exam postponed amid protests

Md Zahirul Islam Bhuiyan, a PSC member, announced in front of the protesters that the scheduled date for the 46th Bangladesh Civil Service written exam (May 8) would be postponed

2h ago