আইপিএলে আবারও করোনার হানা

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে আবারও হানা দিয়েছে করোনাভাইরাস। সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার থাঙ্গারসু নটরাজন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার সংস্পর্শে থাকায় আরও ছয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পিসিআর টেস্টে নটরাজন কোভিড পজিটিভ হয়েছেন। উপসর্গ না থাকলেও তার সংস্পর্শে থাকায় অলরাউন্ডার বিজয় শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, চিকিৎসক আঞ্জন ভ্যানন, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকার ও নেট বোওলার প্রিয়াসামি গানেসানকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
সানরাইজার্স হায়দরবাদের স্কোয়াডের বাকি সবারই কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে আজ দুবাইতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাদের ম্যাচ নিয়ে কোন শঙ্কা নেই। খেলা যথাসময়েই শুরু হবে।
গত এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএলের চলতি আসর। কিন্তু দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএলেও হানা দেয় করোনা। কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর ৪ মে মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল।
অসমাপ্ত সেই অংশের খেলা সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে আয়োজন করছে বিসিসিআই। কিন্তু এবার সেখানেও হানা দিল করোনা।
Comments