আইপিএলে হায়দরাবাদের দুই দায়িত্বে লারা

আইপিএলের সবশেষ মৌসুমটা একদম ভালো কাটেনি সানরাইজার্স হায়দরাবাদের। আট দলের পয়েন্ট তালিকায় সবার নিচে ছিল তারা। ওই দুর্দশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে আগামী মৌসুমের জন্য নিজেদের কোচিং প্যানেলকে ঢেলে সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তারই অংশ হিসেবে দলটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি তারকা ব্রায়ান লারাকে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লারাকে কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে হায়দরাবাদ। কেবল এটাই নয়। চমক আছে আরও। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ফাস্ট বোলার ডেল স্টেইন পালন করবেন দলটির পেস বোলিং কোচের দায়িত্ব। দুজনই প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন।
সাবেক বাঁহাতি ক্যারিবিয়ান ব্যাটার লারার মতো হায়দরাবাদের দুটি দায়িত্বে দেখা যাবে হেমাং বাদানিকে। ভারতের সাবেক এই ক্রিকেটার স্কাউট ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন। সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার সাইমন ক্যাটিচকে। আইপিএলে তিনি সবশেষ কাজ করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন নিজ দেশের ব্র্যাড হ্যাডিনের।
আইপিএলের গত মৌসুমে হায়দরাবাদের প্রধান কোচ ছিলেন ট্রেভর বেলিস। তাকে আগেই বিদায় করে দিয়েছে দলটি। তার জায়গা নিয়েছেন টম মুডি। গত মৌসুমে দলটির ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়া, টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি শ্রীলঙ্কার কিংবদন্তি তারকা মুত্তিয়া মুরালিধরন তাদের স্পিন বোলিং কোচ হিসেবে আছেন আগে থেকেই।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার পরের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। আগের আটটি দলের সঙ্গে নতুন আরও দুটি দল খেলবে ২০২২ সালে। নিলামের আগে হায়দরাবাদ ধরে রেখেছে গত মৌসুমের তিন ক্রিকেটারকে। তারা হলেন কেইন উইলিয়ামসন, উমরান মালিক ও আব্দুল সামাদ।
Comments