আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় রিজওয়ান

Mohammad Rizwan

গত বছরটা অবিশ্বাস্যই কেটেছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। বিশেষ করে টি-টোয়েন্টির সংস্করণে। ব্যাট হাতে অতিমানবীয় পারফরম্যান্স করে অনেক নতুন রেকর্ড গড়েছেন তিনি। তার পুরস্কারও পেয়েছেন তিনি। ২০২১ সালের আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দি ইয়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি এ তারকা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

টি-টোয়েন্টি সংস্করণে গত মৌসুমে ২৯ টি ম্যাচ খেলেছেন রিজওয়ান। তাতে ৭৩.৬৬ গড়ে একটি সেঞ্চুরিসহ করেছেন ১৩২৬ রান। স্ট্রাইক রেট ১৩৪.৮৯। এই সেঞ্চুরিটিই এ সংস্করণে তার ক্যারিয়ারের প্রথম। বছরের শেষটাও করেন দারুণভাবে। করাচীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ৮৭ রানের ইনিংস।

সবচেয়ে বড় কথা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয়ের এনে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন তিনি। অধিনায়ক বাবর আজমের সঙ্গে ১৫১ রানের জুটি চিরপ্রতিদ্বন্দ্বীদের স্রেফ উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে ৫৫ বলে ৭৯ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন রিজওয়ান।

সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আইসিইউ থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন রিজওয়ান। দারুণ এক ইনিংস খেলার পরও অবশ্য অজিদের বিপক্ষে দলকে জাতাতে পারেননি তিনি। তবে তার লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছিল অনেক।

আইসিসির এ অনন্য স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত রিজওয়ান, 'সংক্ষিপ্ত সংস্করণে গত বছরটা আমার দারুণ কেটেছে। আমি আমার সতীর্থদের এজন্য ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি তাদেরও যারা আমাকে ভোট দিয়েছেন আইসিসির টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করতে। এ পুরষ্কার ২০২২ সালে আরও ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে।'

Comments

The Daily Star  | English
2001 Ramna Batamul attack

HC fixes May 8 for verdict on Ramna Batamul bomb blast

On April 14, 2001, two bombs went off during 1408 Pahela Baishakh celebrations, leaving 10 dead, many injured

29m ago