ইংলিশ দল থেকে বাদ অ্যান্ডারসন-ব্রড

অ্যাশেজের ভরাডুবির আমূল বদলে গেছে ইংল্যান্ডের ম্যানেজমেন্ট। সে ধারায় এবার স্কোয়াডেও বড় পরিবর্তন দেখা গিয়েছে। ইংলিশদের সর্বোচ্চ উইকেট শিকারি দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট সিরিজের জন্য ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। অ্যান্ডারসন ও ব্রডকে বাদ দিয়ে তরুণ পেস বোলার সাকিব মাহমুদ ও ম্যাথিউ ফিশারকে সুযোগ দিয়েছে অ্যান্ড্রু স্ট্রাউস, পল কলিংউড ও জেমস টেইলরকে নিয়ে গড়া অন্তর্বর্তীকালীন নির্বাচক প্যানেল। মাহমুদ আগে ডাক পেলেও খেলার সুযোগ পাননি। ফিশার ডাক পেলেন প্রথমবার।

অ্যাশেজে ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন তিন ম্যাচে ২৩.৩৭ গড়ে নেন ৮টি উইকেট। অন্যদিকে ২৬.৩০ গড়ে ১৩টি উইকেট নেওয়ার পথে বব উইলিস ও ইয়ান বোথামকে ছাড়িয়ে অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড নিজের করে নেন ব্রড।

সবমিলিয়ে অ্যাশেজের দল থেকে বাদের তালিকাটা বেশ লম্বা। আট জন বাদ পড়েছেন। অ্যান্ডারসন ও ব্রড ছাড়াও জস বাটলার, রোরি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, স্যাম বিলিংস ও ডম বেসকে দলে রাখেনি তারা। অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জো রুটের নেতৃত্বই আস্থা রেখেছে ইসিবি।

প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ওপেনার অ্যালেক্স লিসও। বাটলারের জায়গায় দলে ফিরেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার বেন ফোকস।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামী ৮ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। বারবাডোজের কেনসিংটন ওভালে ১৬ মার্চ দ্বিতীয় টেস্ট ও সেন্ট জর্জেসে ২৪ মার্চ শুরু হবে তৃতীয় টেস্ট।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাথু ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack in India's Jammu and Kashmir that killed 26 tourists

14m ago