এই টেস্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছে

পেস বোলারদের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের ক্রিকেটে বরাবরই অনেক প্রশ্ন। তবে দেশের ক্রিকেটের সেরা জয় এলো পেসারদের কাঁধে ভর করেই। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন পেসারদের নিয়ে অনেক কথা হলেও ওয়ানডে, টি-টোয়েন্টিতে কখনই খারাপ করেননি তারা। আর ভরসা রাখলে যে টেস্টেও পেসাররা সেরাটা ঢেলে দিয়ে বড় কিছু আনতে পারেন তার প্রমাণ তো পাওয়াই গেল।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মাঙ্গানুইতে বাংলাদেশের ৮ উইকেটের ঐতিহাসিক জয়ের রেশ এখনো ভরপুর। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রবলভাবে থাকল তার জের। বিপিএল সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে এসেছিলেন মাশরাফি।
জিম ও হালকা বোলিং অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন বাংলাদেশের জয় নিয়ে। একজন পেসার হিসেবে পেসারদের সাফল্যে আসা জেতার মাহাত্ম মাশরাফির কাছে একটু আলাদা। তার মতে পেসারদের সামর্থ্য আগে থেকেই ছিল, বাকি ছিল কেবল নির্দিষ্ট প্রক্রিয়ায় পর্যাপ্ত সুযোগের অপেক্ষা, 'পেস বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে। অথচ টি-টোয়েন্টি দেখুন, পেসাররাই ভালো করে আসছে। তাসকিন ভালো করেছে। টেস্ট একটা জায়গা ছিল যেখানে পেসাররা তেমন প্রভাব রাখতে পারেনি। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পেসাররা কখনও এত খারাপ করেনি। টেস্টে কাজ করার সুযোগ আছে। কাজ করলে ফলাফলও আসছে। তাসকিনের দিকে তাকান, ইবাদত ভালো করছে। ইবাদত এমনি এমনি ভালো করেনি। ও লম্বা সময় ধরে খেলছে এবং ওকে টেস্টে বিবেচনা করা হয়েছে। তাকে নিশ্চিত করা হয়েছে তুমি খেলছ। সে জানে এটা আমার আগামী, এখানে সার্ভিস দিতে হবে।'
মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডের ২০ উইকেটের ১৩টি পান বাংলাদেশের তিন পেসার। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে কিউইদের ধসিয়ে নায়ক বনেন ইবাদত। মাশরাফি মনে করেন উপযুক্ত কন্ডিশনে পর্যাপ্ত সুযোগ না দিয়ে অধৈর্য হয়ে তাদের বিচার করা যাবে না, 'একটা খেলোয়াড়ের থিতু হতেও সময় লাগে। (আবু জায়েদ) রাহীও অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। যখন জায়গাটা পায় তখন ফলাফল আসে। গত বিপিএল থেকে ইবাদত দারুণ বোলিং করছে। টেস্টে হয়ত অনেক সময় উইকেট পক্ষে ছিল না। বাংলাদেশে খেলা হলে স্পিনাররাই বেশি বোলিং করে। তবে মিরপুরের উইকেটে পেসারদের ভালো করার সুযোগ থাকে। কতটুকু আস্থা আপনার আছে এটাও প্রভাব রাখে। আপনার আস্থা না থাকলে পেসারের আস্থাও কমে যায় নিজের ওপর।'
পেসারদের সুযোগ দিয়ে ধারাবাহিকভাবে খেলালে কি আসতে পারে, বাংলাদেশের সাবেক অধিনায়ক সেদিকে ইঙ্গিত করে বললেন ঐতিহাসিক এই জয় দিয়েছে অনেক প্রশ্নের উত্তরও, 'এই টেস্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। শুধু খেলোয়াড় না, বাইরের অনেকেও চাইলে অনেক প্রশ্নের উত্তর মেলাতে পারবে। এখানেই সব শিক্ষা আছে।'
Comments