এবার টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের (বিকাল ৫টা ৩০ মিনিট) দেড় ঘণ্টা পর হলো টস। আগের দুই টি-টোয়েন্টিতে টস জিতেছিল অস্ট্রেলিয়া। এদিন পাল্টে গেল চিত্র। টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি নিলেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
শুক্রবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
বৃষ্টি হওয়া সত্ত্বেও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কিছুটা চমকে দিয়েছেন মাহমুদউল্লাহ। অন্যদিকে, টস হেরেও অখুশি নন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। তিনি বলেছেন, জিতলে আগে বোলিংই নিতেন তারা। কারণ, বৃষ্টি হওয়ায় বোলাররা শুরুতে একটু সুবিধা পাবেন।
নির্ধারিত সময়ের (সন্ধ্যা ৬টা) সোয়া এক ঘণ্টা পর খেলা মাঠে গড়াতে যাচ্ছে। তবে কোনো ওভার কাটা পড়েনি। পুরো ২০ ওভারই খেলা হবে। দুই ইনিংসের মাঝে বিরতি থাকবে কেবল ১০ মিনিট।
অনুমিতভাবেই বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার একাদশে বদল তিনটি। বাইরে চলে গেছেন ওপেনার জশ ফিলিপি, দুই পেসার মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাই। একাদশে ঢুকেছেন ওপেনার বেন ম্যাকডারমট, পেস বোলিং অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান ও পেসার নাথান এলিস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ হাতে রেখেই এদিন সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে তাদের সামনে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: আলেক্স ক্যারি, মিচেল মার্শ, মোজেজ হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, বেন ম্যাকডারমট, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস।
Comments