ওয়ার্নের উপদেশ আজীবন মনে থাকবে রশিদের

ক্রিকেট বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা লেগ স্পিনারের আকস্মিক মৃত্যু ভীষণ নাড়া দিয়েছে রশিদ খানকেও। অকাল প্রয়াত ওয়ার্নের সম্পর্কে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন তিনি। আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার জানালেন, বিগ ব্যাশে খেলার সময় ওয়ার্ন বোলিং নিয়ে তাকে যেসব উপদেশ দিয়েছিলেন, সেগুলো আজীবন মনে রাখবেন তিনি।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর গণমাধ্যমকে রশিদ বলেন, ওয়ার্নের মৃত্যুর খবরে শোকে কাতর হয়ে পড়েছিলেন তিনি, 'তার মৃত্যুর সংবাদটা মেনে নেওয়া ছিল ভীষণ কঠিন। কিন্তু এটাই জীবনের বাস্তবতা। আমরা জানি না কার মৃত্যু কখন ঘটবে। কেউই বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারে না।... তার পরিবার ও কাছের লোকদের প্রতি আমার সমবেদনা।'
আগের দিন শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে নিজের বাগানবাড়িতে মারা যান ওয়ার্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। প্রাথমিকভাবে তার ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে মৃত্যুর কারণ বলা হয়েছে হার্ট অ্যাটাক।
ক্রিকেটে লেগ স্পিনকে আখ্যা দেওয়া হয় শৈল্পিক দক্ষতা হিসেবে। আর এই শিল্পে নতুন মাত্রা যোগ করেছেন ওয়ার্ন। তার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন বিশ্বের অগণিত তরুণ স্পিনার। রশিদও তাদের একজন, 'সারা বিশ্বের জন্য এটা বেদনাদায়ক খবর। বিশেষ করে, ক্রিকেট দুনিয়ার জন্য। তিনি ছিলেন সকল তরুণদের জন্য অনুপ্রেরণা। একজন লেগ স্পিনার হিসেবে তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি।'
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে ওয়ার্নের সান্নিধ্য পেয়েছিলেন রশিদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সময় লাল বল নিয়ে ওয়ার্নের সঙ্গে কাজ করেছিলেন রশিদ। সেই সুখস্মৃতি হাতড়ে রশিদ জানান, 'আমি তার সঙ্গে কিছু সময় কাটিয়েছি বিগ ব্যাশে খেলার সময়। সেই মুহূর্তগুলো আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। তার উপদেশগুলো, বিশেষ করে, দীর্ঘ সংস্করণের (টেস্ট) ক্রিকেটের জন্য যেসব উপদেশ তিনি আমাকে দিয়েছেন, সেগুলো আজীবন আমার মনে থাকবে।'
Comments