ওয়েস্ট ইন্ডিজ সফরে সব সংস্করণে থাকছেন তো সাকিব?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সংস্করণে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। হজের কারণে ছুটি নেওয়ায় এই সিরিজে পুরোটাই থাকছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। সাকিব আল হাসানও পুরো সিরিজ খেলবেন কিনা তা নিয়ে আছে সংশয়।
গুঞ্জন আছে, ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি চাইতে পারেন তিনি। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে জানালেন, তাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে ছুটি চাননি সাকিব, 'আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তার কাছ থেকে এরকম কিছু জানতে পারিনি। আমরা তাকে এখনো সব সংস্করণে ধরে নিয়েই এগুচ্ছি। কিন্তু যেহেতু পরের দিকে আছে ওয়ানডে সিরিজ, পরে যদি জানায় তখন দেখা যাবে।'
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজটি আছে একদম শেষ দিকে। ১০ জুলাই গায়ানাতে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ। দ্বি-পাক্ষিক সিরিজ হলেও এই সিরিজটি চলমান ওয়ানডে সুপার লিগের অংশ নয়। এই সিরিজের কোন পয়েন্ট তাই যুক্ত হবে না।
এর আগে একাধিক সাক্ষাতকারে চ্যাম্পিয়নশিপ ও সুপার লিগের বাইরের সিরিজগুলো খেলা নিজেকে বিরত রাখার ইচ্ছার কথা জানিয়েছিলেন এই শীর্ষ তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি থেকে নিজেকে বিশ্রামে রেখে বছরের পরের ঠাসা সূচির জন্য নিজেকে চাঙা রাখতে চাইতে পারেন তিনি।
১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় ২৪ জুন হবে দ্বিতীয় টেস্ট। ডমিনিকায় ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে ৩ জুলাই দ্বিতীয় ম্যাচ। ৬ জুলাই গায়ানায় শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর গায়ানাতেই শুরু হবে ওয়ানডে সিরিজ।
চলতি বছরে বাংলাদেশ দলের সামনে অনেক খেলা। শ্রীলঙ্কা সিরিজের কদিন পর ৫ জুনই ওয়েস্ট ইন্ডিজে রওয়ানা হবেন মুমিনুল হকরা। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই আছে জিম্বাবুয়ে সফর। এরপর অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর। এশিয়া কাপ শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। বছরের শেষ দিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ভারত দল আসবে বাংলাদেশ।
ঠাসা এই সূচির কারণে সব ক্রিকেটারকে সব সিরিজে পাওয়া যাবে কিনা, এই নিয়ে টিম ম্যানেজমেন্টের আগে থেকেই আছে সংশয়।
Comments