
বিরাট কোহলি কেন রানে নেই তা নিয়ে বিস্তর আলোচনা করছেন বিশ্লেষকরা। এরমধ্যে অদ্ভুত এক যুক্তি নিয়ে হাজির সাবেক পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ। তার মতে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন কোহলি। আর সেই বিপদটা হলো রবি শাস্ত্রীকে কোচ বানানো।
২০১৭ সালে বিতর্কিতভাবে অনিল কুম্বলেকে সরিয়ে শাস্ত্রীকে কোচ করে ভারত। পরিসংখ্যানে ভারতের অন্যতম সফল কোচ তিনি। তার অধীনে দুবার অস্ট্রেলিয়ায় সিরিজ জেতে ভারত। তবে আইসিসি ইভেন্টগুলোতে ফাইনাল, সেমি-ফাইনালে গেলেও আসেনি শিরোপা জেতার সাফল্য।
ইউটিউব চ্যানেল 'কট বিহাইন্ডে' এক আলোচনায় রশিদ বলেন, শাস্ত্রীর আসলে কোচিংয়ের যোগ্যতাই নেই, 'কুম্বলের মতো একজনরে সরিয়ে রবি শাস্ত্রীকে কোচ করা হলো, কিন্তু তার সেই যোগ্যতা কি ছিল? সে তো একজন ধারাভাষ্যকার। তার কোচিংয়েই আসার কথা না।'
শাস্ত্রীকে কোচ করতে সায় ছিল কোহলির। সেই কথা মনে করিয়ে রশিদের মত, শাস্ত্রী কোচ হয়ে বরং কোহলির বারোটা বাজিয়েছেন, 'এই অবস্থা (কোহলির ফর্মহীনতা) তার (শাস্ত্রীর) কারণেই হয়েছে।'
'বিরাট কোহলিসহ অনেকের ভূমিকার কারণে শাস্ত্রীকে কোচ করা হয়। তবে সেটা বুমেরাং হয়েছে। শাস্ত্রী যদি কোচ না হতো কোহলির ফর্ম এত খারাপ হতো না।'
তবে ঠিক কি কারণে কোহলির ফর্ম খারাপের কারণ শাস্ত্রী, তা আর বিশদ ব্যাখ্যায় যাননি রশিদ।
২০১৯ সালের শেষ দিকের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কোন সংস্করণেই সেঞ্চুরির দেখা পাননি কোহলি। বেশ কয়েকবার ফিফটি পেরুলোলেও তিন অঙ্কে আর যাওয়া হচ্ছে না। সর্বশেষ আইপিএলেও তার অবস্থা ছিল বেহাল।
Comments