ছাঁটাই হলেন ইংলিশ কোচ

আগের দিনই ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলসকে ছাঁটাই করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তখন থেকেই গুঞ্জন ছিল ছাঁটাই হতে পারেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউডও। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। বরখাস্ত হয়েছেন ইংলিশ কোচ।

মূলত অ্যাসেজে নাকাল হওয়ার কারণেই চাকুরী গেল সিলভারউডের। অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে সিলভারউডের ইংল্যান্ড। তখন থেকেই অনেক পরিবর্তনের আভাস ছিল। শেষ পর্যন্ত ধীরে ধীরে তা কার্যকর হতে শুরু করেছে ইসিবি।

বরাবরই ইংল্যান্ড দলের পারফরম্যান্স বিচার করা হয়ে অ্যাশেজ দিয়েই। এমনকি বিশ্বকাপও এর সমতুল্য নয় দেশটির জন্য। অথচ সে লড়াইয়ে এবার অস্ট্রেলিয়ায় লড়াইটাও করতে পারেনি ইংলিশরা। একটি ম্যাচ যাও ড্র করেছে, তাও হারতে হারতে। শেষ ব্যাটারদের মাঠে নামতে হয়েছিল।

স্বাভাবিকভাবেই এমন বর্ণহীন পারফরম্যান্সের কাঠগড়ায় ছিলেন সিলভারউড। শেষ পর্যন্ত চাকুরী হারাতেই হলো তার। ট্রেভর বেইলিসের সহকারী হিসাবে ইংল্যান্ড দলে এসেছিলেন। ২০১৯ বিশ্বকাপের পর বেইলিস চাকুরী ছাড়লে প্রধান কোচের দায়িত্ব পান সিলভারউড। প্রায় তিন বছর পর শেষ হলো তার অধ্যায়।

লাল বলে প্রত্যাশিত সাফল্য না পেলেও সাদা বলের ক্রিকেটে দারুণ সাফল্য লাভ করে সিলভারউডের ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল তারা। তবে অ্যাশেজে নাস্তানুবাদ হওয়ার ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়েছে ইসিবি।

সিলভারউডের জায়গায় কাকে কোচ করা হবে তা এখনও জানায়নি ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ধারণা করা হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান কোচ রিচার্ড ডসন এগিয়ে আছে পরবর্তী কোচ হওয়ার দৌড়ে।

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago