ছুটি উপেক্ষা করে মুশফিকের প্রস্তুতি শুরু

নিউজিল্যান্ড সিরিজের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের তিন সপ্তাহের ছুটি দিয়েছিল বিসিবি। কিন্তু লম্বা ছুটি টানল না মুশফিকুর রহিমকে। ৮-৯ দিন ছুটির পরই অনুশীলনে নেমে পড়লেন তিনি।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে আসেন মুশফিক। সেন্টার উইকেটের নেটে চলে তার ব্যাটিং প্রস্তুতি।
দলের নিয়মিত অনুশীলনের বাইরে এমনিতেও বরাবরই আলাদা করে কাজ করতে দেখা যায় অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। এবার রান খরায় থাকায় প্রস্তুতির ব্যাপারটা মুশফিক দেখছেন আরও গুরুত্বের সঙ্গে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে পাঁচ ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র ৩৯ রান। দুই ম্যাচে তিনি আউট হন কোন রান না করেই। মিডল অর্ডারের বড় এই ভরসাকে ধুঁকতে দেখা গেছে পুরোটা সময়।
বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পেতে তাই বাড়তি চেষ্টা হিসেবে ম্যাচ অনুশীলনও করবেন মুশফিক। চট্টগ্রামে এইচপি দলের বিপক্ষে 'এ' দলের হয়ে ওয়ানডে খেলার কথা তার। 'এ' দলের হয়ে ওয়ানডে খেলতে দেখা যাবে বিশ্বকাপ স্কোয়াডের সৌম্য সরকারকেও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে সেখানেই করবে নিবিড় অনুশীলন ক্যাম্প। ৭ ও ৮ অক্টোবর দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা মাহমুদউল্লাহর দলের। এছাড়াও টুর্নামেন্ট শুরুর আগে শারজাহ গিয়ে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি আছে বাংলাদেশ।
১৭ অক্টোবর ওমানের মাস্কাটে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের মূল পর্ব (সুপার টুয়েলভ) নিশ্চিত করতে প্রথম পর্ব পার হতে হবে বাংলাদেশের।
Comments