টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: ফিরোজ আহমেদ

সিরিজ জেতার পর অনেকটা নির্ভার হয়ে চতুর্থ ম্যাচে খেলতে নামা বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম তিন ম্যাচে খেলা একাদশই রাখা হয়েছে চতুর্থ ম্যাচে। অস্ট্রেলিয়া দলে এসেছে দুই বদল।

অতি মন্থর ও টার্নিং উইকেটে প্রথম তিন ম্যাচেই ব্যাটসম্যানদের রান পেতে ভুগতে দেখা গেছে। এই ম্যাচের উইকেটের আচরণও একই হওয়ার কথা। 

প্রথম ম্যাচে বাংলাদেশের করা ১৩১ রান তাড়া করতে গিয়ে কেবল ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পরের ম্যাচে নিজেরা আগে ব্যাট করে ১২১ রান করে বাংলাদেশের কাছে হারে ৫ উইকেট। তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ১২৭ রান। মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে এই ম্যাচেও অজিরা  হারে ১০ রানে। দুই ম্যাচ বাকি থাকতেই তাই সিরিজ জিতে যায় বাংলাদেশ। 

সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ায় লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে বিশ্রাম দিয়েছে অজিরা। তার জায়গায় একাদশে এসেছেন মিচেল সোয়েপসন। আগের ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করা নাথান এলিসকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে অ্যান্ডু টাইকে।  

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম,  মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: আলেক্স ক্যারি, মিচেল মার্শ, মোজেজ হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, জশ হ্যাজেলউড, বেন ম্যাকডারমট, ড্যান ক্রিস্টিয়ান, অ্যান্ড্রু টাই।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago