টেস্টে ফেরা নিয়ে কথা বলাটা তাড়াতাড়ি হয়ে যায়: আমির

সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নামার পর মোহাম্মদ আমিরের টেস্টে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। তবে এই বাঁহাতি তারকা পেসার এখনই সেরকম কিছু ভাবছেন না। তার মতে, পাকিস্তানের জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আরও সময় দরকার।
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল গ্লস্টারশায়ারের হয়ে তিনটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আমির। চোট পাওয়া পাকিস্তানের আরেক পেসার নাসিম শাহের জায়গায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ২০১৯ সালের অগাস্টে শেষবার প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ৩০ বছর বয়সী বোলার।
গত ২৮ এপ্রিল সারের বিপক্ষে গ্লস্টারশায়ারের হয়ে প্রথমবার মাঠে নামেন আমির। একমাত্র ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে ২৮ ওভার হাত ঘোরালেও কোনো উইকেট পাননি তিনি। হতাশা পেরিয়ে সাউদাম্পটনে গতকাল বৃহস্পতিবার হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে সফলতা আসে তার। ২১ ওভার বল করে ৩ উইকেট শিকার করেন তিনি।
দিনশেষে আমিরের কাছে অবসর ভেঙে পাকিস্তান দলে ফেরা নিয়ে প্রশ্ন রাখা হলে তিনি বলেছেন, 'টেস্টে ফেরা নিয়ে এখনই কথা বলাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না। সবকিছু বদলে যেতে পারে। তবে এই মুহূর্তে আমি গ্লস্টারশায়ারের হয়ে খেলা উপভোগ করছি।'
আমির মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ২০১৯ সালের জুলাইয়ে। এরপর ২০২০ সালের ডিসেম্বরে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দেন তিনি। সেসময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বারা মানসিক অত্যাচারের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন তিনি।
লম্বা সময় পর মাঠে ফিরলেও বোলিং উপভোগ করার কথা জানান আমি, 'আমি তিন বছর পর (প্রথম শ্রেণির ম্যাচ) খেলছি। একজন ফাস্ট বোলার হিসেবে কাজটা সহজ নয়। তবে প্রথম ম্যাচের পর আমি ভালো অনুভব করছি। সতীর্থদের সাহায্য করার এবং তাদের পক্ষে ভালো করার চেষ্টা করছি। একজন বোলার হিসেবে ভালো বল করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমার দায়িত্ব। সেটাই করার চেষ্টা করছি।'
হ্যাম্পশায়ারের বিপক্ষে নামার আগে ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন আমির। ১২২ ইনিংসে ২২.৮০ গড়ে তার শিকার ২৬০ উইকেট। ইনিংসে ১৩ বার ৫ উইকেট ও ম্যাচে দুবার ১০ উইকেট নিয়েছেন তিনি।
Comments