টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসরে মঈন

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে চলতি মাসের শুরুতে ওভালে ভারতের বিপক্ষে টেস্টই হয়ে থাকল তার শেষ টেস্ট।
৩৪ বছর বয়েসী মঈন ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন। তার সামনে ছিল টেস্ট ক্যারিয়ার আরও লম্বা করার সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ইংল্যান্ড দল। সেই দলেও থাকতেন মঈন।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, টানা পরিবারের বাইরে থাকার মানসিক ধকল আর নিতে পারছেন না এই অলরাউন্ডার।
বর্তমান চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকা মঈন কোচ ক্রিস সিলভারউড, অধিনায়ক জো রুটকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
টেস্ট ছাড়লেও সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে আরও অনেকদিন খেলতে চান অফ স্পিনার ও বাঁহাতি এই ব্যাটসম্যান। খেলা চালিয়ে যাবেন ফ্রেঞ্চাইজি ক্রিকেটেও। তবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলবেন কিনা সেই সিদ্ধান্ত স্পষ্ট করেননি।
৬৪ টেস্টের ক্যারিয়ারে ২৮.২৯ গড়ে ২ হাজার ৯১৪ রান আছে মঈনের। করেছেন ৫ সেঞ্চুরি আর ১৪ ফিফটি। বল হাতে ৩৬.৬৬ গড়ে মঈনের ঝুলিতে আছে ১৯৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৫ বার। ম্যাচে ১০ উইকেট ১ বার।
স্পিনিং অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ডের টেস্ট দলে প্রথম পছন্দের ক্রিকেটার ছিলেন তিনি।
Comments