টেস্ট থেকে ডি ককের আকস্মিক অবসর

কোন রকম আভাসই ছিল না। হুট করে টেস্ট ক্রিকেটকে একেবারে বিদায় জানিয়ে বিস্ময় উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিপার ব্যাটসম্যান কুইন্টেন ডি কক।
বৃহস্পতিবার সেঞ্চুরিয়ন টেস্ট শেষ হওয়ার পর আচমকা বিদায় ঘোষণা দেন তিনি। টেস্ট থেকে অবসর নিলেও দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন এই বাঁহাতি।
পিতৃত্বকালীন ছুটির জন্য এমনিতেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন তিনি। এবার টেস্ট থেকে ছুটি নিয়ে নিলেনে একেবারে। অবসর ঘোষণায় ২৯ পেরুনো ডি কক জানিয়েছেন, 'বড় হতে থাকা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতেই এই সিদ্ধান্ত।'
এমন সিদ্ধান্ত নিতে খুব বেশি নাকি বেগও পেতে হয়নি তাকে, 'খুব সহজেই সিদ্ধান্ত নিতে পেরেছি। শাসা (তার স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছি, আমার পরিবার আমার কাছে সবকিছু। তাদেরকে বেশি সময় দেওয়াটা এখন সর্বোচ্চ গুরুত্ব পাবে।'
জীবনের শেষ টেস্টে ৩৪ ও ২১ রান।.২০১৪ সালে অভিষেকের পর থেকে ৫৪ টেস্টের ক্যারিয়ারে এই ব্যাটসম্যান ৩৮.৮২ গড়ে করেছেন ৩ হাজার ৩০০ রান। আছে ৬ সেঞ্চুরি ও ২২ ফিফটি।
Comments