দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে পারবে বাংলাদেশ?

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে তাদের সামনে।
শুক্রবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের ৭ উইকেটে ১৩১ রানের জবাবে অজিরা অলআউট হয় ১০৮ রানে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় আসে ৫ উইকেটে। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১২১ রান তোলার পর বাংলাদেশ ৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়। অপরাজিত ৩১ বলে ৩৭ রানের ইনিংসে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আফিফ হোসেন।
চলতি সিরিজের আগে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় অধরা ছিল বাংলাদেশের। বিশ্বকাপে চারবারের দেখায় প্রতিটিতে হেরেছিল তারা। তবে ঘরের মাটিতে এবার সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি।
Comments