নারী বিশ্বকাপে ৯ জন নিয়েও নামা যাবে!

করোনাভাইরাস পরিস্থিতিতে নিউজিল্যান্ডে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য বিশেষ নিয়ম চালু করেছে আইসিসি। কোন দল একাদশ বানাতে অসুবিধায় পড়লে নামতে পারবে নয়জন নিয়েই।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোন রকমের বিঘ্ন ছাড়া টুর্নামেন্ট চালিয়ে যেতে এমন চিন্তার কথা ভাবা হয়েছে বলে জানান আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টিটলে।
তিনি জানান, অন্তত নয়জন সুস্থ থাকলেই খেলতে পারবে দলগুলো। বাকি দুজনের জায়গা পূরণ হবে বিকল্প ব্যবস্থায়। বদলি ফিল্ডার হিসেবে ম্যানেজম্যান্ট এবং কোচিং স্টাফের দুইজন মাঠে থাকতে পারবেন, 'কোভিডের প্রেক্ষাপট থেকে আমাদের কিছু নমনীয় হতে হচ্ছে। যদি দরকার হয় এই পরিস্থিতিতে নয়জন করে খেলার অনুমতি দেব। যদি কোন ম্যানেজমেন্ট বদলি খেলোয়াড় নামাতে চায় ব্যাটিং বা বোলিং করবে না এমন দুজনকে আমরা অনুমিত দেব।'
করোনা পরিস্থিতির কারণে ১৫ জনের স্কোয়াডের বাইরে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে তিনজনকে রাখার অনুমতি দেওয়াই আছে। পরিস্থিতি আরও প্রতিকূল হলে বদলাতে পারে সূচি।
সম্প্রতি নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ বেশ বাড়ছে। তবে এরমধ্যেই বিশ্বকাপ শেষ করার আশা আইসিসির। আইসিসি জানায় এবার কোন ম্যা টাই হলে ফল না হওয়া পর্যন্ত সুপার ওভারের নিয়মও থাকছে।
৪ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ।
Comments