নিউজিল্যান্ড সফরে সাকিবের বদলি ফজলে মাহমুদ
নিউজিল্যান্ড সফর থেকে সাকিব আল হাসান নিজেকে সরিয়ে নেওয়ায় তার বদলে হিসেবে বাঁহাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বিকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এর আগে শনিবার নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। সে দলে সাকিবের নাম থাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়। কারণ এর আগেই মৌখিকভাবে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন তিনি।
তবে মৌখিক ছুটি মঞ্জুর না করায় পরে 'পারিবারিক কারণের' কথা উল্লেখ করে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে দেন দল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে। শেষ পর্যন্ত ছুটি মিলেও যায় তার। তখন থেকেই আলোচনা ছিল কে হচ্ছেন তার বদলি। শেষ পর্যন্ত জায়গা করে নিলেন ফজলে রাব্বি।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য আগেই অভিষেক হয়েছিল ফজলে মাহমুদের। কেবল দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি। দুটিতেই ০ রানে আউট হওয়ায় আর সুযোগ মিলেনি। এবার জাতীয় ক্রিকেট লিগে ছয় ম্যাচে ৬০.৩০ গড়ে ৬০৩ রান করে ফের জাতীয় দলের আলোয় এসেছেন তিনি। প্রথমবারের মতো ডাক পেয়ে গেলেন টেস্ট দলেও।
মূলত তরুণদের ব্যর্থতার কারণেই একজন অভিজ্ঞ ক্রিকেটার খুঁজছিলেন নির্বাচকরা। জাতীয় লিগে কাজটা সহজ হয়ে যায় ফজলে রাব্বির জন্য। নির্বাচকরা পছন্দ করলেও আটকে ছিল বিশেষ কারণে। শেষ পর্যন্ত তা সমাধান হওয়ায় নিউজিল্যান্ডে যাচ্ছেন তিনি।
দুই টেস্ট খেলতে আজ রাতেই নিউজিল্যান্ড রওনা দিচ্ছে বাংলাদেশ দল। এবার দুই সপ্তাহের কোয়ারেন্টিন কমিয়ে করা হয়েছে এক সপ্তাহ। মঙ্গানুইতে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।
নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।
Comments