নিজে থেকে চেয়ে নিয়ে অমন স্পেল করেন বুমরাহ

জাসপ্রিট বুমরাহর ৬ ওভারের এক স্পেল। রিভার্স স্যুয়িং, বাউন্সার, ইয়র্কারের পশরা মেলে দিয়ে দুই উইকেট। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়া এই স্পেল নিজে থেকে চেয়ে নিয়ে করেছিলেন বুমরাহ।
সোমবার ওভালে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত। তবে শেষ দিনে ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙ্গে কাজটা সহজ ছিল না। ওভালের বাইশ গজ থেকে বোলাররা খুব একটা সহায়তা পাচ্ছিলেন না।
আরও পড়ুন- দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত
ওপেনিংয়ে শতরানের জুটি পাওয়া ইংল্যান্ড মিডল অর্ডারে আরেকটি প্রতিরোধ পেলেই ম্যাচ বাঁচিয়ে ফেলত। কিন্তু দারুণ বোলিংয়ে তা হতে দেয়নি ভারত। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বড় অবদান রাখেন বুমরাহ।
৬০ ওভার পেরিয়ে গেছে, ৩ উইকেট হারিয়ে ম্যাচ ড্র করার আশা জিইয়ে ব্যাট করা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বাড়াচ্ছিলেন ভারতের অপেক্ষা। তখনই এক দুরন্ত স্পেল। ৬ ওভার ৩ মেডেন আর মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট। অলি পোপকে ভেতরে ঢোকা বলে বোল্ড করার খানিক পর গতিময় ইয়র্কারে বুমরাহ উপড়ে ফেলেন জনি বেয়ারস্টোর স্টাম্প। তখন খেলা হেলে যায় ভারতের দিকে। ম্যাচ শেষে অধিনায়ক কোহলি জানান ওই স্পেল নিজে থেকে চেয়ে নিয়ে করেন বুমরাহ, 'বল যখন কিছুটা রিভার্স করা শুরু করল জাসপ্রিট আমার কাছে এসে বলল, "আমাকে বল দাও"। এবং তারপর সেই ছয় ওভারের দুর্দান্ত স্পেল। দুইটা ব্রেক থ্রো আনল যেটা ম্যাচের মোমেন্টাম একদম বদলে দেয়। আমরা জানতাম ইংল্যান্ডের কাছ থেকে আর একটা ভুল হলেই ম্যাচ আমাদের দিকে চলে আসবে।'
ইনিংসের মাঝপথে এক পর্যায়ে ৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ৩৬৮ রানের লক্ষ্যে বিনা উইকেটে ১০০ থেকে স্বাগতিকরা গুটিয়ে যায় ২১০ রানে। কোহলির মতে কন্ডিশন হিসাব করে উদ্যম না হারিয়ে নিজেদের পরিকল্পনায় স্থির থাকাতেই এসেছে এই সাফল্য, 'শেষ দুদিনে কন্ডিশন গরম ছিল। এই কারণে প্রথম তিন দিনের মতো স্যাঁতস্যাঁতে কন্ডিশন মিলছিল না। আমরা জানতাম জাদেজাকে এক প্রান্ত থেকে বল করালে রাফ কাজে লাগিয়ে সুযোগ আসবে। আমরা সেটা করেছি। পরে রিভার্স স্যুয়িং পেয়ে যাওয়ায় আমাদের কাজটা নিখুঁত হয়েছে।'
'আমরা আসলে পুরনো বলে সুযোগের অপেক্ষায় ছিলাম। পিচে কিছুই হচ্ছে না ভেবে দমে যাইনি।'
Comments