পরিচালক পদে নির্বাচন করে হারলেন খালেদ মাসুদ

রাজশাহী বিভাগ থেকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরাজিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তাকে হারিয়ে আবারও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন পাবনার সাইফুল আলম স্বপন চৌধুরী।
ভোট গণনা শেষে বেরিয়ে প্রথমবার নির্বাচন করা খালেদ মাসুদ নিজেই গণমাধ্যমকে ফলাফল জানিয়ে দিয়েছেন। রাজশাহী বিভাগে মোট ৯ ভোটের মধ্যে স্বপন চৌধুরী পেয়েছেন ৭ ভোট। পাইলটের ব্যালটে পড়েছে দুটি সিল।
নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গণমাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সবেক এই অধিনায়ক, 'আশা করি তিনি রাজশাহী বিভাগের ক্রিকেট উন্নয়নের অনেক কাজ করবেন। তাকে অভিনন্দন। আমার কোন সহায়তা প্রয়োজন হলে আমি এগিয়ে আসব।'
বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিকাল ৫টা পর্যন্ত চলে তা। এরপর শুরু হয় গণনা।
বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ পরিচালক। ২৩ জন আসছেন নির্বাচনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। সেখানে ইতোমধ্যে চলে এসেছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনূস।
২৩ পদের বিপরীতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচনে প্রার্থী ছিলেন মোট ৩২ জন। ১৭১ ভোটারের মধ্যে ভোট দিতে পেরেছেন ১২৭ জন। বাকিদের ক্যাটাগরিতে একাধিক প্রার্থী না থাকায় হচ্ছে না ভোট।
আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে ক্যাটাগরি ১-এর সাতটি পদেই প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিন হয়নি। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সিলেট বিভাগ থেকে শফিউল আলম চৌধুরী নাদেল, চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ.জ.ম. নাছির উদ্দিন। খুলনা বিভাগ থেকে শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ। বরিশাল থেকে আলমগির হোসেন আলো এবং রংপুর থেকে আনোয়ারুল ইসলাম।
ঢাকা মেট্টোপলিটন ক্লাব প্রতিনিধিদের মধ্য থেকে ১২ জন আসবেন পরিচালক হয়ে। এই ১২ পদের জন্য বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ প্রার্থী মোট ১৬ জন। তবে এদের মধ্যে মোহামেডানের মাসুদুজ্জামান আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ান। এই ১২ জনকে বেছে নিচ্ছেন ৫৭ জন ভোটার।
ঢাকা বিভাগ থেকে দুটি পরিচালক পদের জন্য প্রার্থী ছিলেন মোট চারজন। এদের মধ্যে খালিদ হোসেন ও সৈয়দ আশফাকুল ইসলাম সরে যাওয়ায় নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটুর নির্বাচিত হওয়া কেবল সময়ের ব্যাপার।
পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির নিয়ে ক্যাটাগরি -৩ থেকে নির্বাচন করছেন খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। ৪৩ জন ভোটারের ভোটে তাদের একজন বোর্ড পরিচালক হয়ে নির্বাচিত হয়ে আসবেন।
Comments