পাকিস্তানের পর এবার ভারতের ১০০ জয়

কলকাতায় নতুন মাইলফলকের হাতছানি সামনে রেখেই মাঠে নেমেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই পাকিস্তানের পর টি-টোয়েন্টিতে দ্বিতীয় দল হিসেবে একশত ম্যাচ জয়ের অনন্য নজির গড়বে দলটি। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচ শেষে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরাই।
শুক্রবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করে তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রানের বেশি করতে পারেনি ক্যারিবিয়ানরা।
এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ভারতীয় সিরিজ জেতার পাশাপাশি অনন্য কীর্তি গড়ে ভারত। বিশ্ব ক্রিকেটে এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণে কেবল পাকিস্তানই শতাধিক ম্যাচ জিতেছিল। ১৮৯ ম্যাচে তাদের জয়ের সংখ্যা ১১৮। ভারত নিজেদের ১৫৫তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে। এর মধ্যে ৯৭টি ম্যাচে জিতেছে সরাসরি। বাকি তিনটি জয় এসেছে সুপার ওভার থেকে।
এদিন লক্ষ্য তাড়ায় একসময় জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ তিন ওভারে প্রয়োজন ছিল ৩৬ রানের। হাতে উইকেট ছিল ৮টি। উইকেটে ছিলেন দুই সেট ব্যাটার নিকোলাস পুরান ও রভমান পাওয়েল। কিন্তু পরের দুই ওভারে মাত্র ১২ রান করতে পারে দলটি। ফলে শেষ ওভারে লক্ষ্যটা হয়ে যায় বিশাল। ২৬ রানের লক্ষ্যে ৭ রান দূরেই থামে দলটি।
মূলত পুরান ও পাওয়েলের ব্যাটেই জয়ের ভিত পেয়ে গিয়েছিল দলটি। তৃতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। পুরান খেলেন ৬২ রানের ইনিংস। ৪১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ৩৬ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন পাওয়েল।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনিং জুটি ভাঙার পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন বিরাট কোহলি। এরপর পঞ্চম উইকেটে ভেঙ্কাটেশ আইয়ার ও রিশাভ পান্তের ৮২ রানের জুটি। মূলত কোহলি ও পান্তের ফিফটি বড় পুঁজিই পায় ভারত।
পান্ত ও কোহলি দুই ব্যাটারের ব্যাট থেকেই আসে ৫২ রান করে। ২৮ বলের ইনিংসটি খেলে অপরাজিত থাকেন পান্ত। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। বাউন্ডারি সমান হলেও কোহলি খেলেন ৪১ বল। এছাড়া ১৮ বলে ৪তি চার ও ১টি ছক্কায় ৩৩ রানের ক্যামিও খেলেন আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৫ রানের খরচায় ৩টি উইকেট পান রোস্টন চেইজ।
Comments