বিসিএলে আবার সেঞ্চুরি করলেন সৌম্য

সবশেষ বিশ্বকাপের মলিন পারফরম্যান্সে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার। পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে সবশেষ সিরিজে সুযোগ পাননি তিনি। বাদ পড়ার পর থেকে ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে আছেন তিনি। এনসিএলের পর বিসিএলে ব্যাট হাতে তিনি হয়ে উঠেছেন দুরন্ত। বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ালটন মধ্যাঞ্চলের এই বাঁহাতি ব্যাটার।
রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনের তৃতীয় সেশনে তিন অঙ্কে পৌঁছান সৌম্য। সেঞ্চুরি পূরণ করতে ২০৫ বল লাগে তার। তিনি ফিফটি স্পর্শ করেছিলেন ১১০ বলে। বিসিএলে রান সংগ্রাহকদের তালিকায় এখন সবার উপরে আছেন সৌম্য। তার ব্যাটে চড়ে প্রাথমিক চাপ সামলে বড় সংগ্রহের পথে রয়েছে মধ্যাঞ্চল। দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৯৩ রান।
দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের করা ৭৩তম ওভারে শুরুতে সৌম্যর রান ছিল ৮৮। তৃতীয় বলে চার মারার পর পঞ্চম বলে তিনি হাঁকান ছক্কা। ওই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে পৌঁছে যান ৯৯ রানে। লেগ স্পিনার রিশাদ হোসেন পরের ওভারে আক্রমণে এলে প্রথম বলে আরেকটি সিঙ্গেল নিয়ে সেঞ্চুরির স্বাদ নেন সৌম্য। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৭৬তম ম্যাচে এটি তার পঞ্চম সেঞ্চুরি।
টস হেরে ব্যাটিংয়ে নামা মধ্যাঞ্চল শুরুতেই হারায় ওপেনার মিজানুর রহমানের উইকেট। এরপর ক্রিজে যান সৌম্য। তবে মোহাম্মদ মিঠুনের সঙ্গে জমেনি তার জুটি। দুই ওপেনারকেই বোল্ড করে বিদায় করেন নাসুম।
২৩ রানে ২ উইকেট হারিয়ে দল যখন বিপাকে, তখন সালমান হোসেনকে নিয়ে প্রতিরোধ লড়াইয়ে নামেন সৌম্য। উইকেটে থিতু হয়ে রান বাড়াতে থাকেন তারা। জমে যায় জুটি। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ১৪৪ রান। তাদেরকে আলাদা করেন রিশাদ। ১৫২ বলে ৭০ রান করে স্টাম্প খোয়ান সালমান। নিজের পরের ওভারে এলবিডব্লিউ করে তাইবুর রহমানকেও সাজঘরের পথ দেখান রিশাদ।
এরপর সঙ্গী হিসেবে শুভাগত হোমকে পান সৌম্য। দক্ষিণাঞ্চলের বোলারদের চেপে ধরার সুযোগ না দিয়ে এগোতে থাকেন তারা। তাদের অবিচ্ছিন্ন জুটির রান ১১৬। সৌম্য অপরাজিত আছেন ২৪৭ বলে ১২৮ রানে। তার ইনিংসে চার দশটি ও ছয় তিনটি। ফিফটি তুলে নিয়ে শুভাগত ক্রিজে আছেন ৮৮ বলে ৬২ রানে। মারমুখী ব্যাটিংয়ে নয়টি চার মারেন তিনি।
চলতি বিসিএলে প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে একমাত্র ইনিংসে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য। পরের ম্যাচে মিরপুরে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ২ ও ৭৩ রান।
Comments