বিসিবির সাবেক সভাপতি কমোডর মুজিবুর রহমান আর নেই

mujibur_rahman_bcb
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি কমোডর (অবসরপ্রাপ্ত) মুজিবুর রহমান মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার কানাডায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুজিবুর। বিসিবি তাদের বিবৃতিতে বলেছে, 'বোর্ডের সাবেক সভাপতি মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।'

মুজিবুর ১৯৮১ সালের সেপ্টেম্বর থেকে ১৯৮৩ সালের জানুয়ারি পর্যন্ত বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মুজিবুর। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছিল। এরপর বিসিবির তৎকালীন সভাপতি আলী আসগর বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। সেখানে ছিলেন মুজিবুর ও সৈয়দ শামীম আহসান।

তদন্ত শেষে ৩১ পৃষ্ঠার নথিতে ওই কমিটি সাহসী বক্তব্য উপস্থাপনের পাশাপাশি নানা যুক্তিসঙ্গত সুপারিশ করেছিল। তাছাড়া, দক্ষিণ আফ্রিকাতে কী ভুল হয়েছে এবং কারা দোষী, সেগুলোও স্পষ্ট করে তুলে ধরেছিল। কিছু সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রিকেট উপকৃতও হয়েছে।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

3h ago