বড় হারে শেষ চার কঠিন করে ফেলল মোস্তাফিজরা

শেষ চার নিশ্চিত করতে হলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়টা খুব প্রয়োজনীয় ছিল রাজস্থান রয়্যালসের। কিন্তু জয় তো দূরের কথা প্রতিরোধটা গড়তে পারেনি দলটি। হেসেখেলেই তাদের হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর বড় হারের দিনে একটি উইকেট পেলেও বেদম পিটুনি খেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
সোমবার শারজাহতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান তুলতে পারে রাজস্থান। জবাবে ৭০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় মুম্বাই।
আইপিএলের প্রথম তিন দল এক রকম নিশ্চিত। চতুর্থ স্থান নিয়ে লড়াই করছে চারটি দল। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লড়াই টিকে রইল মুম্বাই। সমান ম্যাচে সমান পয়েন্ট কলকাতা নাইট রাইডার্সেরও। তবে সমান ম্যাচে পাঞ্জাব কিংস ও রাজস্থানের পয়েন্ট ১০ করে।
ছোট লক্ষ্যে দেখে শুনে ব্যাট করলেই জিততে পারতো মুম্বাই। তবে সে পথে হাঁটেনি দলটি। দ্রুত রান তুলে রান রেট বাড়িয়ে নেওয়াই ছিল লক্ষ্য। যে কারণে শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার।
মাত্র ১৩ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২২ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। তখন দলের রান ২৩। এরপর হাত খুলে খেলতে থাকেন আরেক ওপেনার ইশান কিসান। তার ২৫ বলে হার না মানা ৫০ রানের ইনিংসে জয় নিশ্চিত হয়ে যায় তাদের। ৫টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি।
এদিন ২.২ ওভার বল করে ৩২ রান খরচ করে ১টি উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে মন্দ ছিল না রাজস্থানের। ওপেনিং জুটিতে ২৭ রান করেন দুই ওপেনার এভিন লুইস ও ইয়াশাসভি জাইসওয়াল। এ জুটিই ছিল তাদের ইনিংসে সর্বোচ্চ। জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলটি। নিয়মিত ছন্দে উইকেট হারিয়ে মাত্র ৯০ রানের সাদামাটা সংগ্রহ করতে পারে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন লুইস। ১৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন এ ক্যারিবিয়ান। এছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। শেষ দিকে ব্যাট হাতে মোস্তাফিজ ৭ বলে ১টি ছক্কায় ৮ রান করে অপরাজিত থাকেন।
অসাধারণ বোলিং করছেন মুম্বাইয়ের তিন পেসার নাথান কোল্টার-নাইল, জাসপ্রিত বুমরাহ ও জেমস নিশাম। তিন জনে ১২ ওভার করে রান দিয়েছেন মাত্র ৩৮। ১৪ রানের খরচায় কোল্টার-নাইলের শিকার ৪টি। ১২ রান দিয়ে নিশাম নেন ৩ উইকেট। আর ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট পান বুমরাহ।
নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের মোকাবেলা করবে রাজস্থান। শুক্রবার মুম্বাইয়ের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দারাবাদ।
Comments