মাহমুদউল্লাহর টেস্ট অবসর ‘এখনো পেন্ডিং’

এমনটা হয়তো ক্রিকেট ইতিহাসেই বিরল। একজন ক্রিকেটার শেষ টেস্টের জন্য সতীর্থদের কাছে বিদায় নিয়ে ঘটা করে 'গার্ড অব অনার' নিয়ে নিয়েছেন। প্রায় দুই মাস পরও তিনি নিজে কিছু পরিষ্কার করছেন না। আবার বোর্ড থেকে বলা হচ্ছে সেই অবসর নাকি এখনো পেন্ডিং। মাহমুদউল্লাহ রিয়াদের বেলায় ঘটছে এমনটাই।
গত জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে দলের বিপর্যয়ে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। বিভিন্ন সূত্রে জানা যায় এরপরই ড্রেসিংরুমে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। খেলার শেষ দিনে নামার আগে বাংলাদেশের খেলোয়াড়রা 'গার্ড অব অনার' দেন মাহমুদউল্লাহকে। ধারাভাষ্যকাররাও তার শেষ টেস্টের কথা বলেন।
কিন্তু নিজের অবসর নিয়ে গণমাধ্যমে কোন বার্তা দেননি এই ক্রিকেটার। ম্যাচ শেষে পুরস্কার বিতরনীয় অনুষ্ঠানেও এই প্রসঙ্গে একটি কথাও বলেননি অস্ট্রেলিয়া সিরিজের আগে সংবাদ সম্মেলনে এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে জানিয়েছিলেন, 'এ বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অতি শিগগিরই বিস্তারিত জানাতে পারব।'
এরও মাস-খানিক পেরিয়ে গেছে। মাহমুদউল্লাহ কিছুই জানাননি। বুধবার বোর্ড সভা শেষে বেরিয়ে এই প্রসঙ্গে আরও অস্পষ্টতা তৈরি করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, 'জানি না…(মাহমুদউল্লাহর অবসর)… একটার পর একটা সিরিজ চলছে। বায়ো-বাবল থাকে...বসতে হবে। সবার সঙ্গে কথা হয় না। এটা (অবসর) এখনও পেন্ডিং আছে।'
লাল বলের চুক্তি থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ জিম্বাবুয়ে সফরে শুরুতে ছিলেন না টেস্ট দলে। পরে তাকে যুক্ত করা হয়, 'মাহমুদউল্লাহ কিন্তু টেস্ট দলে ছিল না। ওকে আমার বাসায় নিয়ে বসেছিলাম। জিজ্ঞেস করেছি বারবার, টেস্টে সে আগ্রহী কী না। আমার জানা মতে, সে সবচেয়ে উপযুক্ত টেস্টে, তিন সংস্করণের মধ্যে। সে আমাকে প্রতি বার বলেছে, খুব আগ্রহী টেস্ট খেলতে। সে লিখে দিয়েছে, টেস্ট খেলবে, যদি দলে নেওয়া হয়।'
খেলার মাঝপথে মাহমুদউল্লাহর অবসরের ঘোষণা ভালোভাবে যে নেননি বোর্ড প্রধান, জানিয়েছিলেন তখনই। আবারও টানেন সেই কথা, 'সে কিন্তু লেট ইনক্লুশন ছিল… সে যখন ঘোষণাটা দিল (অবসরের) এটা একেবারে অপ্রত্যাশিত। এভাবে উচিত নয়। এভাবে আকস্মিক কোনো প্লেয়ার ঘোষণা দিতে পারে না।'
'রিয়াদের এটা অপ্রত্যাশিত ছিল। এমন হওয়া উচিত না। একটা সিরিজ চলার মাঝখানে, কারও সঙ্গে কোনো আলোচনা না করে, এমন ঘোষণা কোনো পেশাদার খেলোয়াড় দিতে পারে না।'
পেন্ডিংয়ে থাকলেও বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে টেস্টের ক্যাটাগরিতে নেই মাহমুদউল্লাহ। বোর্ড প্রধান এই ব্যাপারে বলেন, 'যেহেতু সে একটা ঘোষণা দিয়ে দিয়েছে তাই তাকে টেস্টের চুক্তিতে রাখা হয়নি।'
Comments