মোস্তাফিজদের তোপে বিধ্বস্ত পাঞ্জাব

তিন স্পিনার কুলদীপ যাদব, আক্সার প্যাটেল ও ললিত যাদব মিলে নিলেন ৬ উইকেট। পেসার খলিল আহমেদ রান আটকে রাখার পাশাপাশি পেলেন দুই উইকেট। মোস্তাফিজুর রহমান এক উইকেট পেলেও রান দিলেন বাকিদের চেয়ে বেশি। দিল্লি ক্যাপিটালসের সম্মিলিত আক্রমণে অল্প রানেই আটকে যায় পাঞ্জাব কিংস। যা পেরিয়ে দিল্লি জিতেছে অনায়াসে।
মুম্বাইর ব্রাবোর্ন স্টেডিয়ামে দিল্লির বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে কেবল ১১৫ রান করে পাঞ্জাব। দলের হয়ে সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার আক্সার। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। চায়নাম্যান কুলদীপ ২৪ রানে পান ২ উইকেট। অফ স্পিনার ললিত ১১ রান দিয়ে পান ২ উইকেট। খলিলের পকেটে যায় ২১ রানে ২ উইকেট।
মোস্তাফিজ চার ওভার বল করে ২৮ রান দিয়ে পান মায়াঙ্ক আগারওয়ালের উইকেট। জেতার জন্য ১১৬ রান ৫৭ বল আগেই পেরিয়ে ৯ উইকেটে জিতেছে দিল্লি। রান তাড়ায় দুই ওপেনারই এনে ফেলেন ৮৩ রান। পৃথ্বি শো ২০ বলে ৪১ করে ফিরলেও ৩০ বলে ৬০ করে ম্যাচ জিতিয়ে আসেন ডেভিড ওয়ার্নার।
এদিন টস জিতে আগে বোলিং বেছে নেয় দিল্লি। ম্যাচের পঞ্চম ওভারে প্রথম বল হাতে পান মোস্তাফিজ। তৃতীয় বলেই পেয়ে যান উইকেট। তার বলে স্টাম্পে টেনে বোল্ড হন মায়াঙ্ক আগারওয়াল। উইকেট পেলেও ওই ওভারে ১১ রান দিয়ে দেন মোস্তাফিজ। তার শেষ দুই বল থেকে দুই বাউন্ডারি মারেন জনি বেয়ারস্টো।
মোস্তাফিজকে আবার বল করতে আনা হয় নবম ওভারে। প্রথম চার বল থেকে দুই রান দিলেও তার পঞ্চম বল সীমানা ছাড়া করেন জিতেশ শর্মা। ওই ওভারে মোস্তাফিজ দেন ৬ রান।
১৭তম ওভারে তিনি যখন তৃতীয় ওভার করতে আসেন ততক্ষণে ৯৭ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে পাঞ্জাব। ওই ওভারের প্রথম তিন বলে কোন রান দেননি বাংলাদেশের তারিকা। চতুর্থ বলে রাহুল চাহার হুক করে মোস্তাফিজকে মেরে দেন ছক্কা। পরের দুই বল থেকে অবশ্য আসে আর এক রান।
Comments